পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি, সখি, প্রিয়ে, আর সুধীরে সখি গোপনে সখি আমি করিয়া সুখে সখি, আমি গোলাপ বাল।। S eS) এমন সুধীর স্বরে কহিব তোমার কানে, স্বপনের মত সে কথা আসিয়ে 鰻 পশিবে তোমার প্রাণে । কেহ শুনিবে না, কেহ জাগিবে না, প্রেম-কথা শুনি প্রতিধনি বাল। উপহাস সখি করিবে না, পরিহাস সখি করিবে না । মুখানি তুলিয়া চাও ! মুখানি তুলিয়া চাও ! একটি চুম্বন দাও । একটি চুম্বন চাও। তোমারি বিহুগ আমি, কাননের কবি আমি, সারারাত ধোরে, প্রাণ, তোমারি প্রণয় পান, সারাদিন ধোরে গাহিব সজনি, তোমারি প্রণয় গান ! এমন মধুর স্বরে গাহিব সে সব গান,