এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হর—হাদে কালিকা । কে তুইলে। হর-হৃদি আলো করি দাড়ায়ে, ভিখারীর সর্বত্যাগী বুকখানি মাড়ায়ে ? নাই হোথা স্থখ অাশ, বিষয়ের কামনা, নাই হোথা সংসারের—পৃথিবীর ভাবনা । আছে শুধু ওই রূপে বুকখানি ভরিয়ে— আছে শুধু ওই রূপে মনে মন মরিয়ে । বুকের জ্বলন্ত শিরে রক্তরাশি নাচায়ে, পাষাণ পরাণ খানি এখনও বাচায়ে, নাচিছে হৃদয় মাঝে জোতিৰ্ম্ময়ী কামিনী, শোণিত তরঙ্গে ছুটে প্রস্থলুরিত দামিনী । ঘুমায়েছে মনখানা ঘুমায়েছে প্রাণ গে1, এক স্বপ্নে ভরা শুধু হৃদয়ের স্থান গো ! জগতে থাকিয়া আমি থাকি তার বাহিরে, জগৎ বিদ্রুপ ছলে পাগল ভিখারী বলে, তাই অামি চাই হতে আর কিবা চাহিরে । ভিখারী করিব ভিক্ষা বাঘাম্বর পরিয়ে বিমোহন রূপখানি হৃদিমাঝে ধরিয়ে । 岑长 > 8