এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
YS 38 শৈশব সঙ্গীত । নবীন সুখের স্বপন, হায়রে, মাঝখানে গেল টুটি । “আয় সখি আয়,” কহিল অজিত হাত ধরাধরি করি— দুজনে মিলিয়া ব্যাপায়ে পড়িল, আকুল সাগর পরি ॥ দ্বিতীয় সৰ্গ । নব-রবি সুবিমল কিরণ ঢালিয়। নিশার অর্ণধার রাশি ফেলিল ক্ষালিয়া । ঝটিকার অবসানে প্রকৃতি সহাস, ংযত করিছে তার এলোথেলো বাস ৷ খেলায়ে খেলায়ে শ্রান্ত সারাটি যামিনী, মেঘ-কোলে ঘুমাইয় পড়েছে দামিনী । থেকে থেকে স্বপনে তে চমকিয়া চায়, ক্ষীণ হাসি খানি হেসে আবার ঘুমায় । শান্ত লহরীরা এবে তপ্রান্ত পদক্ষেপে তীর-উপলের পরে পড়ে কেঁপে কেঁপে। দ্বীপের শৈলের শির প্লাবিত করিয়া, অজস্র কনক ধারা পড়িছে ঝরিয়া ।