পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নভরণী । S S& মেঘ, দ্বীপ, জল, শৈল, সব স্বরঞ্জিত, সমস্ত প্রকৃতি গায় স্বর্ণ ঢালা গীত । বহু দিন হতে এক ভগ্নতরী खन করিছে বিজন দ্বীপে জীবন যাপন । বিজনতা-ভারে তার অবসন্ন বুক, কত দিন দেখে নাই মানুষের মুখ । এত দিন মৌন আছে না পেয়ে দোসর, শুনিলে চমকি উঠে আপনার স্বর। স্বরেশ প্রভাতে আজি ছাড়িয়া কুটীর ভ্ৰমিতে ভ্ৰমিতে এল সাগরের তীর । বিমল প্রভাতে আজি শান্ত সমীরণ ধীরে ধীরে করে তার দেহ আলিঙ্গন । নীরবে ভ্ৰমিছে কত—একিরে—একিরে – স্বমুখে কি দেখিতেছি সাগরের তীরে ? রূপসী ললনা এক রয়েছে শয়ান, প্রভাত-কিরণ তার চুমিছে বয়ান ; মুদিত নয়ন দুটি, শিথিলিত কায় ; সিক্ত কেশ এলোথেলে শুভ্র বালুকায় । প্রতিক্ষণে লহরীরা ঢলিয়া বেলায়, এলানো কুন্তল লোয়ে কতনা খেলায় ।