পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২2, শৈশব সঙ্গীত । মনে তার হত তবে, এ বুঝি দেবতা হবে, অসহায়া অবল বালারে করুণা-কোমল প্রাণে, এ ঘোর বিজন স্থানে রক্ষা করে নিশার অাধারে । অশ্রুধারা দরদরি কপোলে পড়িত ঝরি সুরেশের ধরি হাত খানি কৃতজ্ঞতাপূর্ণ প্রাণে, আঁখি তুলি মুখ পানে নীরবে কহিত কত বাণী । রোগের অনল-জ্বালা, সহিতে না পারি বাল। করিত সে এ-পাশ ও-পাশ, হেরিয়ে করুণাময় সুরেশের অtখিছয়— অনেক যাতনা হত হ্রাস । ফল মূল অন্বেষণে—যুবা যবে যেত বনে একেল ঠেকিত ললিতার । চাহিত উৎসুক-হিয়। প্রতি শব্দে চমকিয়া” সমীরণে নড়িলে তুয়ার। বনে বনে বিহুরিয়া—ফুল ফল আহরিয়া— সুরেশ আসিত যবে ফিরে— অণখি পাতা বিমুদিত – অতি স্থতু উঠাইত হাসিটি উঠিত ফুটি ধীরে ।