এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
S及8 শৈশব সঙ্গীভ । ললিতার অাখি হতে শুকায়েছে অশ্রুধার । বসন্ত-গীতের সাথে বাজিছে হৃদয় তার । পুরাণে পল্লব ত্যজি নব-কিশলয়ে যথা চারি দিকে বনে বনে সাজিয়াছে তরুলতা,— তেমনি গে। ললিতার হৃদয় লতাটি ঘিরে নবীন হরিত-প্রেম বিকশিছে ধীরে ধীরে । ললিতা সে সুরেশের হাতে হাত জড়াইয়া বসন্ত হসিত বনে, ভ্ৰমিত হরষ মনে, করুণ চরণক্ষেপে ফুল রাশি মাড়াইয়া । একটি দুর্গম শৈল সাগরে পড়েছে বুকি অতি ক্লেশে সেথা উঠি, বসিয়া রহিত দুটি, সায়াহু কিরণ, জলে করিত গো ঝিকিমিকি । লহরীরা শৈল পরে, শৈবাল গুলির তরে দিন রাত্রি খুদিতেছে নিকেতন শিলাসার । ফুল-ভরা গুলাগুলি, সলিলে পড়েছে বুলি” তরঙ্গের সাথে সাথে ওঠে পড়ে শতবার । বিভলা মেদিনীবালা জোছনা-মদিরা পানে হাসিছে সরসীখানি কাননের মাঝখানে, সুরেশ যতনে অতি বাধি তরুশাখা গুলি, নৌকা নিরমিয়া এক সরসে দিয়াছে খুলি,—