পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নভরী । >&Q。 চড়ি সে নৌকার পরে, জোৎস্না-সুপ্ত সরোবরে সুরেশ মনের সুখে ভ্ৰমিত গো ফিরি ফিরি, ললিতা থাকিত শুয়ে — কোলে তার মাথ৷ পুয়ে কখন বা মধুমাখা গান গেয়ে ধীরি ধীরি। কখন বা সায়াহ্লের বিষণ্ণ কিরণ-জালে, অথবা জোছনা যবে কাপে বকুলের ডালে, মৃদুস্তু বসন্তের স্নিগ্ধ সমীরণ লাগি, সহসা ললিতা-হৃদি আকুলি উঠিত যদি– সহসা দুয়েক কথা স্মরণে উঠিত জাগি,— সহসা একটি শ্বাস বাহিরিত আনমনে, দুইটি অশ্রুর রেখা দেখা দিত দুনয়নে – অমনি সুরেশ আসি ধরি তার মুখখানি, কহিত করুণ-স্বরে কত অাদরের বাণী । মুছাইত অ'খিধারা যতন করিয়া অতি, শরত মেঘের মত হৃদয় অর্ণধার যত মুহুর্তে ছুটিত আর ফুটিত হাসির জ্যোতি । অমনি সে স্বরেশের কাধে মুখ লুকাইয়। আধো কাদি অাধো হাসি, হৃদয়ের ভার-রাশি সোহাগের পারাবারে দিত সব বিসর্জিয়।