পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ما جة لا শৈশব সঙ্গীত । পঞ্চম সর্গ। নারিকেল-তরুকুঞ্জে বসিয়া দোহায় একদা সেবিতেছিল প্রভাতের বায় ;— সহস দেখিল চাহি প্রাণপণে দাড় বাহি তরণী আসিছে এক সে দ্বীপের পানে, দেখিয়া দোহার হিয়া উঠিল গো উথলিয়া বিস্ময় হরষ আর নাহি ধরে প্রাণে । হরষে ভাবিল দোহে দেশে যাবে ফিরে কুটার বাধিবে এক, বিপাশার তীরে। দুখ শোক ভুলি গিয়—একত্রে দুইটি হিয়৷ সুখে জীবনের পথে করিবে ভ্রমণ একত্রে দেখিবে দোহে সুখের স্বপন । উঠিল তরণী পরে, অনুকুল বায়ু ভরে” স্বদেশে করিল আগমন ; বাধিয়া পরণ-শালা, না জানিয়া কোন জ্বালা করিতেছে জীবন যাপন । নির্বর কানন নদী, দ্বীপের কুটার যদি তাহাদের পড়িত স্মরণে