এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>&bア শৈশব-সঙ্গীত । অতীত আসিত ফিরে, গায়ে যেন ধীরে ধীরে লাগিত সে দ্বীপের বাতাস । একদা চাদিনী রাতি, দুজনে প্রমোদে মাতি গেছে এক বিজন কাননে— ভ্ৰমিতে ভ্ৰমিতে তথা, কহিতে কহিতে কথা কতদূরে গেল আন মনে । সহসা সে বিভাবরী, আইল অাধার করি— গগনে উঠিল মেঘরাশি, পথ নাহি দেখা যায়, ক্ষণে ক্ষণে ঝলকায় বিদ্যুতের পরিহাস-হাসি । প্রতি বজ গরজনে, ললিত শঙ্কিত মনে স্বরেশে জড়ায় দৃঢ় তর । অবসর পদ তায়, প্রতি পদে বাধা পায় তরাসেতে তনু থর থর । ঝলিল বিদ্যুৎ-শিখা, ভগ্ন এক অট্টালিকা অদূরেতে প্রকাশিল তথা— কক্ষ এক হতে তার, দু-আলোক ধার কহে কি রহস্যময় কথা ! চলিল আলয় পানে, দোহে আশ্বাসিত প্রাণে সহসা জাগিল নীরবতা,