এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভগ্নতরী। ১২৯ উঠিল সঙ্গীত-স্বর, বালার হৃদয় পর প্রবেশিল দু একটি কথা— “পাগলিনী তোর লাগি কি আমি করিব বল কোথায় রাখিব তোরে খুজে না পাই ভূমণ্ডল ।” . কঁাপিছে বালার বুক, . নীল হয়ে গেছে মুখ, কপোলে বহিছে ঘৰ্ম্ম জল— ঘুরিছে মস্তক তার, চরণ চলে না আর, শরীরে নাইক বিন্দুবল । তবুও অবশ মনে অলক্ষিত আকর্ষণে চলিল সে ভীষণ অালয়ে, অঙ্গন হইয়া পার, খুলি এক জীর্ণ দ্বার গৃহে পদাপিল ভয়ে ভয়ে। ভগ্ন ইষ্টকের পরে, দীপ মিট মিট করে বিদ্যুৎ ঝলকে বাতায়নে, cर्डनि গৃহ-ভিত্তি যত, বটমূল শত শত হেথা হোথা পড়িছে নয়নে । বিছানো শুকানো পাতা, শুয়ে আছে রাখি মাথা, পুরুষ একটি শ্রান্ত-কায়, অতি শীর্ণ দেহ তার এলোথেলো জটাভার, মুখশ্ৰী বিবর্ণ অতি ভায় । So