পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩১ ] পথিক । ( প্রভাতে । ) উঠ, জাগ’ তবে—উঠ, জাগ সবে— হের ওই হের, প্রভাত এসেছে 副 স্বরণ-বরণ গো ! নিশার ভীষণ প্রাচীর অর্ণধার শতধা শতধা করিয়া বিদার— তরুণ বিজয়ী তপন এসেছে অরুণ চরণ গো ! মাথায় বিজয় কিরীট জ্বলিছে, গলায় বিজয় কিরণ-মাল, বিজয়-বিভায় উজলি উঠেছে, বিজয়ী রবির তরুণ ভাল । • উষা নব-বধু দাড়াইয় পাশে, গরবে, সরমে, সোহাগে, উলাসে, মৃদু স্বতু হেসে সারা হল বুঝি, বুঝিবা সরম রহে না তার ; অখি দুটি নত, কপোলটি রাঙা, পদতলে শুয়ে মেঘ ভাঙা ভাঙা,