এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথিক । যাহা প্রাণ চায় তাহাই গাইব, গাইব আমরা প্রভাতের গান, হৃদয়ের গান,—জীবনের গান, ছুটে আয় তবে—ছুটে আয় সবে অতি দূর দূর যাব ! কোথায় যাইবে ? কোথায় যাইব । জানি না আমরা কোথায় যাইব, স্বমুখের পথ যেথা লয়ে যায়, কুসুম কাননে, আচল শিখরে, নিঝর যেথায় শত ধারে ঝরে, মণি-মুকুতার বিরল গুহায়— স্বমুখের পথ ঘেথা ল’য়ে যায় । দেখ—চেয়ে দেখ—পথ ঢাকা অাছে কুসুম রাশিতে রে, কুসুম দলিয়া—যাইব চলিয়া হাসিতে হাসিতে রে । ফুলে কাটা আছে ? কই । কাট। কই । कॅप्ले नाई-नाई-नाडे, এমন মধুর কুস্থযেতে কাটা কেমনে থাকিবে ভাই ! ృ\రి రి