এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথিক । সে দীপ নিভিয়া গেছে— সে ফুল শুখায়ে গেছে— সে পাখি মরিয়া গেছে— স্বধামাখ। কথাগুলি চির তরে নীরবিত, হাসিমাখ অখিগুলি চির তরে নিমীলিত । আমি যাব গো ! দেখি যদি পারি তবে প্রভাতের গান আমি গাব গো ! এ ভগ্ন বীণার তন্ত্রী ছিড়েছে সকল আর— দুটি ৰুঝি বাকি আছে তার ! এখনো প্রভাতে যদি হরষিত প্রাণ এ বীণা বাজাতে যাই—চমকি শুনিতে পাই সহসা গাহিয়৷ উঠে যৌবনেরি গান সেই দুটি তার। টুটে গেছে ছিড়ে গেছে বাকী যত আর। যুগ-যুগাস্তের এই শুষ্ক জীর্ণ গাছে দুটি শাখা আছে ; এখনো যদিগো শুনে বসন্ত পাখীর গীত, এখনো পরশে যদি বসন্ত মলয় বায়, >W* ృsరిక