পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• 8 כי শৈশব সঙ্গীত । ( মথ্যাঙ্ক । ) “আর কত দূর ?” “যত দূর হোক ত্বর চল সেই দেশ । বিলম্ব হইলে আজিকার দিনে এ যাত্রা হবে না শেষ ।” “এ শ্রান্ত চরণে বিধিয়াছে বড় কণ্টক বিষম গে৷ ” ‘প্রখর তপন হানিছে কিরণ আনলের সম গে৷ ” “ছি ছি ছি সামান্য শ্রমেতে কাতর করিছ রোদন কেন । ছি ছি ছি সামান্য ব্যথায় অধীর শিশুর মতন হেন ।” “যাহা ভেবেছিনু সকাল বেলায় কিছুই তাহ যে নয় ।” “তাহাই বোলে কি আধ’পথ হ’তে ফিরে যেতে সাধ হয় ?” “তবে চল যাই—যতদুর হোক ত্বরা চল সেই দেশ–