পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক । বিলম্ব হইলে আজিকার দিনে এ যাত্র হবে না শেষ ।” “ব’ল দেখি তবে এই মরুময় পথের কি শেষ আছে ? পাব কি আবার শ্যামল কানন, ঘন ছায়াময় গাছে ?” “হয়ত বা পাবে—হয়ত পাবে না হরত বা আছে—হয়ত নাই ।” “ওই যে সুদূরে দুর-দিগন্তরে শ্যামল কানন দেখিতে পাই ।” “শ্যামল কানন—শ,ামল কানন— ওই যে গো হেরি শ্যামল কানন— চল, সবে চল, হসিত আনন, চল ত্বর চল—চলগে যাই ।” “ওযে মরীচিকা ;”—“ও কি মরীচিকা ? “মরীচিক ?” “তাই হবে ।” “বল, বল মোরে, এ দীর্ঘ পথের শেষ কোন খানে তবে ?” S 8 o'