পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to- শৈশব সঙ্গীত । واS 8 ھ* দিন যায় চোলে, সন্ধ্যা হলো বোলে, অধিক সময় নাই, বহুদূর পথ রহিয়াছে বাকী, চল ত্বর কোরে যাই ।” “ওপথে যাব না, মিছা সব আশা, হইব উত্তর গামী ।” “দক্ষিণে যাইব” “পশ্চিমে যাইব’ “পূরবে যাইব আমি।” “যে যাইবে যাও, যে আসিবে এস, চল ত্বর করে যাই । দিন যায় চোলে, সন্ধ্য হল বোলে, অধিক সময় নাই ।” যেওনা ফেলিয়া মোরে, যেওনাকে আর ; মুহূর্তের তরে হেথা বসি একবার । ছায়া নাই, জল নাই, সীমা দেখিতে ন পাই যেওনা, বড়ই শ্রান্ত এ দেছ আমার । gums ‘চলিলাম তবে, দিন যায় যায়, হইনু উত্তর গামী ।”