এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথিক । 8 “দক্ষিণে চলিলু” “পশ্চিমে চলিলু” “পূরবে চলিনু আমি।” “যে থাকিবে থাক, “যে আসিবে এস, মোর ত্বর করে যাই । দিন যায় চলে, সন্ধ্যা হোল বোলে, অধিক সময় নাই ।” হাসিতে হাসিতে প্রাতে আইলু সবার সাথে, সায়াহ্লে সকলে তেয়াগিল । দক্ষিণে কেহ বা যায়, পশ্চিমে কেহ বা যায়, কেহ বা উত্তরে চলি গেল । চৌদিকে অসীম মরু, নাই তৃণ, নাই তরু, দারুণ নিস্তব্ধ চারিধার, পথ ঘোর জনহীন, মরিয়া যেতেছে দিন, চুপি চুপি আসিছে অণধার। অনল-উত্তপ্ত ভুয়ে নিম্পন্দ রয়েছি শুয়ে, অনাবৃত মাথার উপর । সঘনে ঘুরিছে মাথ, মুদে আসে অাখি পাত, অসাড় দুৰ্ব্বল কলেবর । কেন চলিলাম ?