এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিশোধ।
৪৩
ঘুম হ'তে যেন চমকি উঠিল
সহসা নীরব ঘর,
মুমূর্ষু কহিলা বালকে চাহিয়া,
সুধীর গভীর স্বর—
"শোনো বৎস শোনো, অধিক কি কব,
আসিছে মরণ বেলা,
এই শোণিতের প্রতিশোধ নিতে
না করিবে অবহেলা।”
এতেক বলিয়া টানি উপাড়িলা
ছুরিকা হৃদয় হোতে,
ঝলকে ঝলকে উছসি অমনি
শোণিত বহিল স্রোতে।
কহিল—'এই নে, এই নে ছুরিকা;—
তাহার উরস পরে
যতদিন ইহা ঠাঁই নাহি পায়,
থাকে যেন তোর করে!
হা হা ক্ষত্র দেব, কি পাপ করেছি—
এ তাপ সহিতে হ’ল,
ঘুমাতে ঘুমাতে, বিছানায় পড়ি,
জীবন ফুরায়ে এল।'