পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তবে তবে তবে আমি আমি অঙ্গরার উক্তি। তবুও গভীর প্রাণের কথা ভাষায় ফুটেনি গো ! দেখ ছোথ। ওই সাগর আসি চুমিছে রজত বালুক রাশি, দেখ হেথা চেয়ে চপল চরণে চলেছে নিবার ধারা, তীরে তীরে তার রাশি রাশি ফুল, হাসি হাসি তারা হতেছে আকুল, লহরে লহরে ঢলিয়া ঢলিয়া খেলায়ে খেলায়ে হতেছে সারা হল না গো হল না প্রেম সাধ বুঝি পূরিল না । শুনিবে কি সখা গান ? খুলিয়া দিব কি প্রাণ ? চাদের হাসিতে নীরব নিশীথে মিশাব ললিত তান ? গাব হৃদয়ের গান। গাব প্রণয়ের গান । কতু হাসি কভু সজল নয়ন, কডু বা বিরহ কভু বা মিলন, స్ళీN)