শ্ৰীকাত্ত } e) কিছুদূর আসার পর রতন প্রশ্ন করিল, আজ কিছু দেখতে পেলেন বাবু ? আমি বলিলাম, না । আমার এই সংক্ষিপ্ত উত্তরে রতন ক্ষুব্ধ হইয়া কহিল, আমরা যাওয়ায় আপনি কি রাগ করেচেন বাবু ? আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, মা রতন, আমি একটুও রাগ করিনি । র্তাবুর কাছাকাছি আসিয়া চৌকিদার তাহার কাজে চলিয়া গেল। গণেশ ছটু লাল চাকরদের তাবুতে প্রস্থান করিল। রতন কহিল, ম বলেছিলেন, যাবার সময় একটিবার দেখা দিয়ে যেতে । থমকিয়া দাড়াইলাম। রতন বিস্মি ত হইয়। কহিল, ওখানে অন্ধকারে দাড়ালেন কেন বাবু—আসুন ? আমি তাড়াতাড়ি বলিয়। ফেলিলাম, ন, রতন, এখন নয়, তাকে আমার অসংখ নমস্কার দিয়ে বোলে, কলি যাবার আগে দেখা হবে ।—আমার বড় ঘুম পেয়েছে র তন, আমি চললুম। বলিয়া বিস্মিত, ক্ষুব্ধ রতনকে জবাব দিবার সময়মাত্র না দিয়া দ্রুতপদে ওদিকের ভাবুর দিকে চলিয়া গেলাম । লয় বাবুসাব রাজভৃত্য আসিয়া উপস্থিত হইল। শয্যার উপর সোজা উঠিয়া বসিলাম। সে সসম্মানে নিবেদন করিল, কুমারসাহেব -এবং বহুলোক আমার গত-রাত্রির কাহিনী শুনিবার জন্য উদগ্রীব
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।