\లe শ্ৰীকান্ত আঁচলে মুচাইয়া লইয়। বলিল, আমাকে কি চিনতে পারচ ? এখন কেমন আছ ? ক!— ভাল আছি । কখন এলে ? এ কি আরো ? হ , আর । কাল আমর। বাড়া যাব । কোথায় ? পাটনায় । আমার বাড়ী ছাড়; আর কি কোথাও এখন তোমাকে ছেড়ে দিতে পারি ? এই ছেলেটি কে রাজলক্ষা ? আমার সতানপো । কিন্তু বঙ্ক আমার পেটের ছেলেই । আমার কাছ থেকেই ও পাটন কলেজে পড়ে। আজ আর কথা কোয়ে না, ঘুমোও –কাল সব কথা বলব। আমি পাশ ফিরিয়৷ শুইলাম । বার ভার-বেল পিয়ারী কহিল, বঙ্ক, আর দরি করিসূ ন বাবা, এই-বেল একখানা সেকেণ্ড ক্লাস গাড়া রিজার্ভ করে আয় । আমি একদণ্ডও এখানে রাখতে সাহস করি নে । বন্ধু অগত্যা শযা ত্যাগ করিয়া, মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়! ষ্টেশনে চলিয় গেল। তখন ধীরে ডাকিলাম, পিয়ারী ! আজ জর আমার কদিন হ’ল ? তেরে দিন, বলিয়া সে কতই যেন একটা বর্ষীয়সী প্রবণার মত গম্ভীরভাবে কহিল, দেখ ছেলেপিলেদের সামনে আর আমাকে
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।