পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»©रे শ্ৰীকান্ত দেওয়ালগুলি দুধের মত শাদা ঝকঝক্ করিতেছে। ঘরের একধারে একটি ছোট তক্তাপোষের উপর বিছানাপাত, একটি কাঠের আলনায় খান-কয়েক বস্ত্র এবং তাঁহারই পিছনে একটি লোহার আলমারি। আর কোথাও কিছু নুই, ভিতরে ঢুকিলাম । বোধ করি ক্লান্তিবশতঃই শয্যায় আসিয়া বসিয়াছিলাম, ন হইলে ঘরে আর কিছু বসিবার জায়গা থাকলে তাহতেই বসি •:ম । সুমুখের খোলা জানাল ঢাকিয় একটা মস্ত নিমগাছ ; হিরই ভিতর দিয়া ঝির বির করিয়| বাতাস আসিতেছিল । সই দিকে চাহিয়া হঠাৎ কেমন একটু অদ্যমনস হইয়া পড়িয়ছিলাম । একটা মিষ্ট শব্দে চমকিত হইয়। দখিলাম, গুল গুন করিয়া গান গাহিতে গাহিতে পিয়ার ঘরে ঢুকিয়াছে । সে গঙ্গায় স্নান করিতে গিয়াছিল, ঘরে ভিজ; কাপড় চাড়িতে আসিয়ছে । সে এদিকে একেবারেই তাকায় নাই । সাজ। আল্মার কাছে গিয়। শুষ্কবস্ত্রে হt৩ দিতেই, আমি ব্যস্ত হইয় সাড় দিলাম—ঘাটে কাপড় নিয়ে যাও না .কন ? পিয়ারী চমকিয় চাহিয়া হসিয়া ফলিল কহিল, আঁil— চোরের মত আমার ঘরে ঢুকে বসে আছ ? না, ন, বেস বাস,— যেতে হবে না ; আমি ও-ঘর থেকে কাপর ছেড়ে আসছি, বলিয়। লঘু পদক্ষেপে গরদের কাপড়খানি হাতে করিয়া বাহির হইয়। গেল । মিনিট পাঁচেক পরে প্রফুল্লমুখে ফিরিয়া আসিয়া, হাসিয়া কহিল, আমার ঘরে ত কিছুই নই ; তবে কি চুরি করতে এসেছিলে বল ত ?