Sebe শ্ৰীকান্ত জো নেই যে, তুমি রেগে থাকলে মিছিমিছি বাড়ীশুদ্ধ লোকের দোষ দেখতে পাও ! কৌতুহলী হইয়া প্রশ্ন করিলাম, রাগ কেন ? রতন কহিল, সে কি কারে জনবার জো আছে ? বড়লোকের রাগ বাবু শুধু শুধু হয় আবার শুধু শুধুই যায়। তখন গা ঢাকা দিয়ে না থাকতে পারলেই চাকর-বকিরদের প্রাণ গেল ! দ্বারের নিকট হইতে হঠাৎ প্রশ্ন আসিল, তখন তোদের কি আমি মাথা কেটে নিই রে রতন ? আর বড়লোকের বাড়ীতে যদি এত জ্বাল ত আর কোথাও লাসনে কেন ? মলিবের প্রশ্নে রক্তন কুষ্টি ও অধোমুখে নিরুত্তরে বসিয়: রহিল। রাজলক্ষন কহিল, তোর কাজটা কি ? ওর মাথ। ধরেছে—বস্কুর মুখে শুনে আমি তাকে জামালুম। তাই এখন আটট রাত্তিরে এসে আমার খাতি গাইচিস । কাল থেকে আর কোথাও কাজের চস্টা করিস—এখানে হবে না । বুঝলি ? রাজলক্ষী চলিয় গেলে, রতন ওডিকোলন জল দিয়া আমার মাথায় বাতাস করিতে লাগিল । রাজলক্ষী তৎক্ষণও ফিরিয়া আসির জিজ্ঞাসা করিল, কাল সকালেই ন কি বাড়ী যাবে ? আমার যাবার সঙ্কল্প ছিল বটে, কিন্তু বাড়ী ফিরিবার সঙ্কল্প ছিল না। তাই প্রশ্নটার আর-একরকম করিয়৷ জবাব দিলাম, ঠা, কাল সকালেই যাব । o সকালে কটার গাড়ীতে যাবে ? সকালেই বেরিয়ে পড়ব—তাতে যে গাড়ী জোটে ।
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।