পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত లని আচ্ছ। একখানা টাইম-টেবলের জন্য কাউকে না হয় ষ্টেশনে পাঠিয়ে দিই গে। বলিয়া সে চলিয়া গেল । তারপরে যথাসময়ে রতন কাজ সারিয়া প্রস্থান করিল। নীচে ভূতাদের শব্দ-সাড়া নীরব হইল ; বুঝিলাম, সকলেই এবার নিদ্রার জন্য শয্যাশ্রয় করিয়াছে । আমার কিন্তু কিছুতেই ঘুম আসিল না। ঘুরিয়া-ফিরিয়৷ একটা কথা কেবলই মনে হইতে লাগিল, পিরারী বিরক্ত হইল কেন ? এমন কি করিয়াছি যহাতে সে আমার যাওয়াল জন্যই অধীর হইয়া উঠিয়াছে ? রতন বলিয়াছিল, বড়লোকের মাধ শুধু শুধু হয় । কথাটা আর কোন বড়লোকের সম্বন্ধে খাটে কি ন জানি না, কিন্তু পিয়ারী সম্বন্ধে কিছুতেই খাটে না । সে যে অত্যন্ত সংযমী এবং বুদ্ধিমতী, সে পরিচয় আমি বহুবার পাইয়াছি ; কিন্তু আমার উপর রাগ করিবার তাহার কিছুমাত্র কারণ নাই । সুতরাং বিদায়ের সময় তাহার এই ঔদাসীন্য আমাকে যে বেদন দিতে লাগিল, তাহ অকিপিঃতকর নয় । অনেক রাত্রে হঠাৎ এক সময়ে শুদ্ৰ ভাঙ্গিয় চাখ মেলিলাম। দেখিলাম, রাজলক্ষনী নিঃশব্দে ঘরে ঢুকিয়া, টবিলের উপর হইতে আলোট সরাইয়। ও-দিকে দরজার কোণে সম্পূর্ণ আড়াল করিয়া রাখিয় দিল । সুমুখের জানালাট। খোল ছিল— তাহা বন্ধ করিয়া দিয়া আমার শয্যার কাছে আসিয়া মশারির ধারগুলা ভাল করিয়া গুজিয়া দিয়। অত্যন্ত সাবধানে কপাট বন্ধ করিয়া বাহির হইয়া গেল । আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই