*OW শ্ৰীকান্ত মিনিটখানেক চুপচাপ। সারারাত্রি বাহিরে কাটাইয়া গেলে কর্ণযুগল ও উভয় গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটবে, আমি তাহা জানিতাম । কিন্তু আর যে দাড়াইতে পারি ন! ! অথচ কৰ্ম্মকৰ্ত্তারও ফুরসৎ নাই । তাহারও যে আবার পাশের পড়া ! পাজিট একবার দেখ দেখি রে সতীশ, এ বেলা আবার বেগুন খেতে আছে না কি ; বলিতে বলিতে পাশের দ্বার ঠেলিয়া পিসিম ঘরে পা দিয়াই আমাকে দেখিয় অবাক হইয় গেলেন —কখন এলি রে ? কোথায় গিয়েছিলি ? ধষ্ঠি ছেলে বাবা তুমি—সারা রাত্রিটা ঘুমোতে পারিনি—ন খাওয়া, ন দাওয়া ; কোথা চিলি বল ত হতভাগা ? মুখ কালিবর্ণ, চোখ রাঙা—ছল ছল করছে— বলি জুরটর হয়নি ত ? কই, কাছে আয় ত, গ| দেখি—একসঙ্গে এতগুল প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলিয়াই উঠিলেন, যা ভেবেচি তাই ] এই যে বেশ গা গরম হয়েচে । এমন সব ছেলের হাত-পা বেঁধে জলবিছুটি দিলে তবে রাগ যায়। তোমাকে বাড়ী থেকে একেবারে বিদায় ক'রে তবে আমার আর কাজ । চল ঘরে গিয়ে শুবি আয় হতভাগ ছোড়া ! বলির তিনি আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন। মেজদা জলদগম্ভীরকণ্ঠে সংক্ষেপে কহিলেন, এখন ও যেতে পারবে না । কেন, কি করবে ও ? না না, এখন আর পড়তে হবে না । আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক । আয় আমার সঙ্গে, বলিয়৷ পিসিম আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন ।
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।