শ্রীকান্ত 8) ফেলিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও ? কোথায় ? ওপরে মাছ ধরতে ? ইন্দ্র ছিপট তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখিয় বলিল, আমি আর যাইনে । তাহার কথা শুনিয়া ভরি আশ্চর্য হইয়া গেলাম । কহিলাম, আর এক দিনও যাওনি ? ম! একদিনও না । আমাকে মাথার দিব্যি দিয়ে–কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থ মত খাইয়৷ চুপ করিয়া গেল। জিজ্ঞস করিলাম, কে মাথার দিব্যি দিলে ভাই ? তোমার ম৷ ? ন, ম নয়। বলিয়। ইন্দ্র চুপ করিয়৷ রহিল। তার পরে সে চিপের গায়ে সূক্রাট। ধারে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্ৰীকান্ত আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি? আমি বলিলাম, না। কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলুম, তা সবাই জানে । ইন্দ্র আর কোন প্রশ্ন করিল না । একটা শরের ডাটা ছিড়িয় নতমুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল, শ্ৰীকান্ত! কি ভাই ? তোর—তোর কাছে টাকা আছে ? ক টাকা ? ক টাকা ? এই ধর পাঁচ টাকা— আছে । তুমি নেবে ? বলিয়া আমি ভারি খুসি হইয়।
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।