শ্ৰীকান্ত ("O যখন কোন মতে শাহ জীর বাড়ীর ধারে গিয়া পড়িলাম, তখন দেখি, সেই প্রাঙ্গণেরই এক প্রান্তে দিদি মুচ্ছিত হইয়া পড়িয়া আছেন এবং আর এক প্রান্তে গুরু-শিষ্যের রিতিমত মল্লযুদ্ধ বাধিয়া গিয়াছে। পাশেই একটা তীক্ষুধার বশ পড়িয় আছে। শাহ জী লোকটী অত্যন্ত বলবান । কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী, এ সংবাদ তাহার জানা ছিল না। থাকিলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত ন । দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া, তাহার বুকের উপর বসিয়া গল টিপিয় ধরিল । সে এমনি টিপুনি যে, আমি বাধা ন দিলে হয় ত সে যাত্রা শাহ জার সাপুড়ে যাত্রাটই শেষ হইয়া যাইত । বিস্তর টান-হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করিলাম, তখন ইন্দ্রর অবস্থা দেখিয় ভয়ে কাদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথমে নজর পড়ে নাই যে, তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে । ইন্দ্র ঠাপাইতে ছাপাইতে কহিল, গাজাখোর আমাকে সাপ-মারা বর্শ দিয়ে খোচ মেরেচে—এই দ্যাখ। জামার আস্তিন তুলিয়া দেখাইল, বাহুতে প্রায় দুই-তিন ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে । ইন্দ্ৰ কহিল, কঁদিস্নে—এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে— এই খপরদার ! ঠিক আমনি বসে থাকে। উঠলেই গলায় প৷ দিয়ে তোমার জিভ টেনে বার করব—হারামজাদা শূয়ার ! নে, তুই টেনে বাধ—দেরি করিসূনে। বলিয়া সে চড় চড় করিয়া তোহার কোচার খানিকটা টানিয়া ছিড়িয়া ফেলিল। আমি
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।