পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত (9 কুটীরে আসিয়া উপস্থিত হইলাম। তখন বোধ করি রাত্রি আর বেশি নাই । একটা কেরোসিনের ডিপ জ্বালাইয়া দিদি বসিয়া আছেন । র্তাহার ক্রোড়ের উপর শাহ জার মাথ । তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখরো সাপ লম্ব হইয়া আছে । দিদি মৃত্যুকণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করিলেন । আজদুপুর-বেলা কাহার বাটতে সাপ ধরিবার বায়ন থাকে। সেখানে ঐ সাপটিকে ধরিয়া যাহ বক্সিস্ পায় তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ী ফিরিয়া দিদির পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয় । খেলাইয়াও ছিল । কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়| তাহার লেজ ধরিয়া হাড়িতে পূরিবার সময় মদের ঝোকে মুখের কাছে মুখ আনিয়া চুমকুড়ি দিয়া আদর করিতে গেলে, সেও আদর করিয়া শাহ জার গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি র্তাহার মলিন অঞ্চল-প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্ৰীকান্ত, তখনই কিন্তু ভার চৈতন্য হ’ল যে, সময় আর বেশি নেই। বললেন, আয় ঢু নে এক সঙ্গেই যাই, ব’লে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দুই হাত দিয়ে । ‘ক টেনে-টেনে ঐ অতবড় ক'রে ফেলে দিলেন । তার রে দুজনেরই খেলা সাঙ্গ হ’ল । একটুখানি স্থির থাকিয়া দিদি বলিলেন, তোমরা ছেলেমানুষ; কিন্তু তোমরা দুটি ছাড়া ত আমার আর কেউ নেই ভাই, তাই এই ভিক্ষে করি, এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও। আঙুল