ঐীকান্ত や> শরীর, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাড়াবে চল । তুমি হিন্দুর মেয়ে দিদি, কিছুতেই মুসলমানী নও। এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে, শাহ জী তার স্বামী ছিলেন। ইন্দ্র কিন্তু কথাটা ঠিকমত মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। সন্দিগ্ধকণ্ঠে প্রশ্ন করিল, কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি । দিদি বলিলেন, ই বামুনের মেয়ে । তিনিও ব্রাহ্মণ ছিলেন। ইন্দ্র ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া কহিল, জাত দিলেন কেন ? দিদি বলিলেন, সে কথা ঠিক জানিনে ভাই ! কিন্তু তিনি যখন দিলেন, তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধৰ্ম্মিণী বই ত নয়। নইলে আমি নিজে হ’তে জাতও দিইলি— কোন দিন কোন অনাচারও করিনি । ইন্দ্র গাঢ়স্বরে কহিল, সে আমি দেখেচি দিদি—আমাদের বাড়ীতে তোমাকে যেতেই হবে দদি, এখনি চল । দিদি মুখ তুলিয়। ধীরে ধীরে বললেন, এখন আমি কোথাও যেতে পারিনে ইন্দ্রনাথ ! কেন পার না দিদি ? দিদি বলিলেন, আমি জানি, তিনি কিছু কিছু দেন। রেখে গেছেন । সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত ত কোথা ও নড়তে পারিনে । ইন্দ্র হঠাৎ ক্রুদ্ধ হইয়। উঠিল—সে আমিও জানি : তাড়ির দোকানে, গজার দোকানে তার দেন ; কিন্তু তোমার তাতে কি ?
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।