পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• শ্ৰীকান্ত বস্তুতঃ আমি এমন স্বার্থপর, অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি । র্তারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না। অথচ আমরা বয়সে র্তাহার অপেক্ষ কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠাণ্ড লাগিয়া তাহার অসুখ করে, পাছে একফোট জল লাগিয়া দামী ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে-চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন, এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন। আরও বিপদ—গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল ; এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল । এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গেছে—থিয়েটারে পৌছিতে রাত্ৰি দুটা বাজিয়া যাইবে শুনিয়া, বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি যখন এগারোট, তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যা রে ইন্দ্র, এদিকে খোট্টামোটাদের বস্তি-টস্তি নেই ? মুড়ি-টুড়ি পাওয়া যায় না ? ইন্দ্ৰ কহিল, সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা। সব জিনিষ পাওয়া যায় । তবে লাগ লাগা—ওরে ছোড়া—ঐ:–টান না একটু জোরে —ভাত খসে নে ? ইন্দ্র, বলনা তোর ওই ওটাকে, একটু জোর ক’রে টেনে নিয়ে চলুক । ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না ! ষেমন,