ঐীকান্ত ሞሮኑ চলিতেছিলাম, তেমনি ভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়৷ উপস্থিত হইলাম। এখানে পাড়টা ঢালু ও বিস্তৃত হইয়। জলে মিশিয়াছিল। ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সঙ্কীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাফ ছাড়িয়া বঁচিলাম । বাবু কহিলেন, হাত-পা একটু খেলানো চাই ! নবী দরকার । অতএব ইন্দ্র তাহাকে কঁধে করিয়া নামাইয়া আনিল । তিনি জোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র-সৈকতে পদচারণা করিতে লাগিলেন । আমরা দুজনে তাহার ক্ষুধশাস্থির উদ্দেশে গ্রামের ভিতরে যাত্র করিলাম। যদিচ বুঝিয়াছিলাম, এতরাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও ত নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচছা নাই । সে ইচ্ছ। প্রকাশ করিতেই, ইন্দ্র তৎক্ষণাৎ আহবান করিয়া কহিল, চল না নতুনদা, একলা তোমার ভয় করবে— আমাদের সঙ্গে একটু বেড়িয়ে আসবে। এখানে চোর-টোর নেই, ডিঙি কেউ নেবে ন—চল । নতুনদা মুখখান বিকৃত করিয়া বললেন, ভয়! আমরা দৰ্জ্জিপাড়ার ছেলে—যমকে ভয় করিনে তা জানিস্ ! কিন্তু ত৷ ব'লে ছোটলোকদের dirty পাড়ার মধ্যেও আমরা যাইনে । ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যামো হয় । অথচ র্তাহার মনোগত অভিপ্রায়—আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি । - কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম।
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।