ՊՏ &ীকান্ত কালোপান বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে। ইন্দ্র চীৎকার করিয়৷ ডাকিল, নতুনদা । নতুনদা একগলা জলে দাড়াইয়া অব্যক্তস্বরে কাদিয়া উঠিলেন —এই যে আমি । দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম ; কুকুরগুলা সরিয়া দাড়াইল, এবং ইন্দ্র বাপাইয়া পড়িয়া আকণ্ঠনিমজ্জিত মূচ্ছিতপ্রায় তাহার দজ্জিপাড়ার মাসতুত ভাইকে টানিয়া তীরে তুলিল। তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পাম্প, গায়ে ওভারকোট, হাতে দস্তান, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি—ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলে, সেই যে তিনি হাততালি দিয়া ঠন্ ঠন্ পেয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব, সেই সঙ্গীত-চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলা দল বাধিয়া উপস্থিত হইয়াছিল, এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোষাকের ছটায় বিভ্রান্ত হইয়। এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়াও আত্মরক্ষার কোন উপায় খ জিয়া না পাইয়া, অবশেষে তিনি জলে বাপ দিয়া পড়িয়াছিলেন ; এবং এই দুৰ্দ্দান্ত শীতের রাত্রে তুষারশীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া এই অৰ্দ্ধঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয় তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও, সে রাত্রে আমাদিগকে কম মেহন্নত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চৰ্য্য এই যে, বাবু ডাঙ্গায় উঠিয়াই প্রথম কথা কহিলেন, আমার একপাটি পাম্প ? সেট ওখানে পড়িয়া আছে—সংবাদ দিতেই, তিনি সমস্ত
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।