শ্ৰীকান্ত bo3, তা জানিনে । তুমি কে ? আমি বাইজার খানসাম । তুমি বাঙ্গালী ? আঙ্গে ই-—পরামাণিক । নাম রতন । বাইজা হিন্দু ? রতন হাসিয়া বলিল, নইলে থাকুব কেন বাবু ? আমাকে সঙ্গে করিয়া অনিয়া তাবুর দরজা দেখাইয়া দিয়া রতন সরিয়া গেল। পদ তুলিয়া ভিতরে ঢুকিয়া দেখিলাম, একখণ্ড মূল্যবান কাপেটের উপর গরদের শাড়ী পরিয়া বাইজা বসিয়া আছে । আমাকে দেখিয়া কহিল, শিকারে গিয়েছিলে, হঠাৎ ফিরে এলে যে ? ভাল লাগলো না । ন লাগ বারই কথা । কি নিষ্ঠুর এই পুরুষমানুষ জাতটা। অনর্থক জাবহতা| ক’রে কি আমোদ পায়, ই তারাই জানে । বাবা ভাল আছেন ? বাবা মারা গেছেন । মারা গেছেন । মা ? তিনি আগেই গেছেন । ও—তাইতেই, বলিয়। বাইজী একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়। আমার মুখপানে চাহিয়া রহিল । পরক্ষণেই কহিল, তা হ’লে যত্নটত্ব করবার আর কেউ নেই, বল। পিসিমার ওখানেই আছ ত ? নইলে আর থাকবেই ব! কোথায় ? বিয়ে হয়নি, সে ত
- ولاV