ঐকাত্ত Ն0: মুখের উপর হাসেন, সে শুধু ছপাতা ইংরজি পড়ার ফল। বিশেষতঃ বাঙালীরা ত নাস্তিক—স্লেচ্ছ । কি কথায় কি কথা আসিয়া পড়িল দেখিয়া, আমি অবাক হইয়া গেলাম। বলিলাম, দেখুন এ সম্বন্ধে আমি তর্ক করতে চাই নে। আমার বিশ্বাস আমার কাছে । আমি নাস্তিকই হই, মেচ্ছই হই, ভূত মানিনে। র্যারা চোখে দেখেচেন বলেন—হয় তার ঠকেচেন, ম হয় তারা মিথ্যাবাদী—এই আমার ধারণ । ভদ্রলোক খপ করিয়৷ আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া কহিলেন, আপনি আজ রাত্রে শাশনে যেতে পারেন ? আমি হাসিয়া বলিলাম, পারি। আমি ছেলে-বেলা থেকে অনেক শ্মশানেই অনেক রাত্রে গেছি। বৃদ্ধ চটিয়া উঠিয়া বললেন, আপ সেখি মৎ করে বাবু, বলিয়া তিনি সমস্ত শ্রোতৃবর্গকে স্তন্তিত করিয়া, এই শ্মশানের মহা ভয়াবহ বিবরণ বিবৃত করিতে লাগিলেন । এ শ্মশান যে, যে-সে স্থান নয়, ইহা মহাশ্মশান, এখানে সহস্ৰ নরমুণ্ড গণিয়া লইতে পার যায়, এ শ্মশানে মহা-ভৈরবী তার সাঙ্গোপাঙ্গ লইয়। প্রত্যহ রাত্রে নরমুণ্ডের গেণ্ডুয়া খেলিয়া নৃত্য করিয়া বিচরণ করেন ; র্তাহাদের খল খল হাসির বিকট শব্দে কতবার কত অবিশ্বাসী ইংরাজ, জজ-ম্যাজিষ্ট্রেটেরও হৃদস্পন্দন থামিয়। গিয়াছে—এমনি সব লোমহর্ষণ কাহিনী এমন করিয়াই বলিতে লাগিলেন যে, এত লোকের মধ্যে দিনের-বেল তাবুর ভিতরে বসিয়া থাকিয়াও অনেকের মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল। আড়চোখে চাহিয়া দেখিলাম, পিয়ারী কোন এক সময়ে কাছে
পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।