পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to J প্রশ্নই বড় প্রশ্ন-প্রত্যেক প্রশ্নের উত্তরে পণ্ডিতদের মধ্যে বিচার-বিতর্ক আলোচনা চলিবে । কিন্তু এ সকল প্রশ্ন যতক্ট গভীর হউক, এ সকল তত্ত্বকথার যতই মাহাত্মা থাকুক, চণ্ডীদাসের নামের মাঙ্গত্মো সে সকলই ক্ষুদ্র হইয়া যায়। চণ্ডীদাসের নামের ছাপ যে কবিতার উপরে আছে, তাহা তখনই তাছার প্রাদেশিকত হারাষ্টয়া মানব-সাহিত্যের কোঠায় গিয়া পৌছে—বাঙ্গাল সাহিত্যকে তখনই তাহ নিম্ন হইতে অতি উদ্ধে তুলিয়া দেয় । w cক না বঁাশী বা এ বড়ায়ি কালিনী নই কুলে। কে না বঁাশ বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে ॥ আকুল শরীর মোর বে গকুল মন । বাশার শবদে মোঁ আউলাইলে রান্ধন ॥ কে না বঁশি বাএ বড়ায়ি সে না কোন জন । দাসী হঅ'। তার পাএ নিশিবে আপন! ॥ কে না বঁাশ বাএ লড়াfয় চিত্তের হরিষে । তার পাএ বড়ারি মে কৈলে কোণ দোষে } অtঝর ঝরএ মোর নয়নের পাণ । বাশার শবদে বড়ায় হারায়িলে পরাণী ॥ কালিলী নদীর কুলে, গোকুলের গোঠে, অবিরত যে বংশীধ্বনি হইতেছে, বিশ্বব্রহ্মাণ্ডকে তাহ গোলোক অভিমুখে আকর্ষণ করিতেছে। বড় চণ্ডীদাস বাঙ্গালী জাতিকে છાત્ર দুবাগত প্রতিধ্বনি শুনাইয়া গিয়াছেন ; সেই বাশার স্বরের নিকটে সকল তত্ত্বকথা ও শাম্ব কথা মিলাইয়া যায়। বড়ু চণ্ডীদাসের সেই হারাণ বঁাশীর উদ্ধার করিয়া সাহিত্য-পরিষদের জীবন সার্থক হইল— এবং বসন্তরঞ্জন রায় মহাশয় সাহিত্য-পরিষদের জন্মদিন হইতে আজ পর্য্যস্ত তেইশ বৎসর ধরিয়া সাহিত্য-পরিষৎকে যে একমনে, স্ময়চিত্ত্বে, অবিচলিত নিষ্ঠার সহিত পুজা করিয়া আসিতেছেন, আমি আজি পুর্ণনন্দে তাছাকে জানাইতেছি, তাছার পূজাও আজি সার্থক হইল। আমি তাহাকে বলিতেছি, আজি আপনি ধন্ত হইলেন এবং আমার মধ্যবর্ধিতায় যদি এই কৰ্ম্মের অনুষ্ঠানে কিঞ্চিং আমুকুল্য হইয়া থাকে, তাছা হইলে ধষ্ঠোহহং ক্ক শুরুত্যোহ হম্ । স্ত্রীরামেন্দ্রসুন্দর ত্রিবেদী