পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাস্থলখণ্ড > > গোঠে হৈর্তে আসি আগি বুঢ়ী গোঙ্গালিনী। অtগুত চলিল মোর সুন্দরি নাতিনী ॥ ৩ ॥ পাছে পাছে জাইৰ্তে পথ হারাইল আহ্মি । মথুরার পথ পুত| কহির্তা দেহ তুঙ্গি ॥ ৪ । সঙ্গে কেঙ্গে লর্তা বুল নাতিনিখান। কথা তাক হরাইলে কহ তই বাণী ॥ ৫ i কি নাম তাঙ্গার কেহেন তার রূপ । আহ্মার থানত বুঢ়ী কহিষ্ঠার সরূপ ৷ ৬ ৷ দধি বিকে জাঙ্গতে সঙ্গে মথুর নগরী। বৃন্দাবনে চারাঙ্গলে ত্ৰৈলোক সুন্দরী ॥ ৭ ৷ মাতিনী ইসরাইলে নামে চন্দ্রাবল । কোঅল পাতলী লালী সুন বনমালা ৷ ৮ ৷৷ সরূপ কহিবে তবে মথুরার পথ । যে কাজ বোলে তোহ্মাক তাত কর সত ॥ ৯ । বোলা এক বোলে। তোক ললে ধর মনে । , তবে সে করিলে তোর রাধা দরশনে ॥ ১০ ॥ তো মোর নীতি যেন্স অজ গরণ । তোহ্মার বোলত আহ্মে না করিল হান | ১১ | সত্যে সত্য করিলে তোহ্মার বচন । ধলে আন করে। তাক বধ ও বাহ্মণ ॥ ১২ ৷ উদ্দেশ বুলিব যবে রাধিকার আগে । তবে ভালমতে তার রূপ কহ তোহ্মে | ১৩ : কাছের বচমে বড়ায়ি পাইল হরিষে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ১৪ ॥