পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসিলান্ত রাধীর পাশে । গাইল বড় চণ্ডীদাসে ॥ ৪ ॥

মালবরাগঃ ॥ লগনী ॥ কুড়কঃ ॥

তোহ্মে মোর বড়ায়ি মে তোহ্মীর নীতিনী । আহ্ম এড়ি কেনমর্তে ধরিলে পরাণী ॥ ১।।

॥ তোহ্মাকে না দেখি রাধা পোড়ে মোর মন । ভাগে পুনে আজি তোর পাইলে দরশন ॥ ২ ॥

এতেক বিলম্ব বড়ায়ি কমণ কারণে । সরূপেঁ কাহিনী বড়ায়ি কহ মোর থানে ॥ ৩ ॥

সরূপ কহ ও যবে হওসি সদয় । আপণার মুখে মোকে দি আর তাভয় ॥ ৪ ॥

আপণার মুখে বড়ায়ি কত তো উত্তর । তাহ্মীর থানত তোর নাহি কিছ ভর ॥ ৫ ॥

বুলির্তে লাগিলী বড়ায়ি চিত্তের হরিষে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৬ ॥

রামগিরীরাগঃ ৷ রূপকং রাধে । ডালি ভরার্তা ফুল পানে । তোরে পাঠার্তা দিল কাহ্নে ।।

আহ্মার বচন না কর গোতালিনী আনে ॥ কপুর বাসিত তাম্বুলে ।। আর ।। কস্তুরী ভরার্তা কপোলে ॥ ( ইহার পর ৯এর পাতাখানি নাই । )