এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তাস্থলখণ্ড —যবে রাধা না করিবে নেহে । তবে রাধী হৈব তোর জীবন সন্দেহে ॥ এতেক বুলিঙ্গ তার না পাইলে আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ পাহাড়াতারাগঃ । ক্রীড়া ॥ vk– তোর মুখে সুণী রাধিকার রূপ আওর নব যৌবনে । আহোনিশি দহে • সকল পরাণ আর পীর নহে মনে ॥ এড়িলে ঘরের আশ ল বড়ায়ি কহিলে তোর চরণে । মতি তারাইলে । বুলিতে ন জাণে ভইলে তোর সরণে ॥ ১ । ন বোল না বোল নিরাস বড়ায়ি তাপণে চিন্তু উপএ ! রাধার বচন ন পাইলে বড়ায়ি 够 কান্সাইর প্রাণ জীএ ॥ ধ্ৰু । স্বাক্ষার বচন ধর ল বড়ায়ি মনে না করিহ হেল । দ্যসহ বিরহ সাগরে বড়ায়ি তোহ্মেসি তাহ্মার ভেলা । আজি হৈর্তে বড়ায়ি দেব বনমালী তোহ্মার ভয়িলা দাসে । এহা যানি বড়ায়ি করক্ত যতন চলহ রাধীর পাশে ৷৷ ২ ৷৷