পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 শ্ৰীকৃষ্ণকীর্তন বারেক রাখহ রাধ কাহ্নের জীবন । আপনার কর পাপ সাগরে মোচন ॥ বচনেক দেহ রাধা কাহাইক আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ৷৷ ৪ ৷৷ میم. রামগিরীরাগঃ ॥ রূপকং ॥ کی۔ এত কালে বুঢ়া তোর কেহ্নে হেন মন । ভাল বুলিবে তোরে শুণী কোন জন ॥ আদি অন্ত এখে বোল না বোলসি ভালু । মারিবো পরাণে তোকে জাণীর্তা গোআলি ৷৷ ১ ৷ দারুণী বুঢ়ী তোর বাপেত নাহি লাজ । ত কারণে মোক বোলসি হেন কাজ ॥ ল ॥ ধ্রু বার বার না বুলিহ হেনক উত্তর । সামী দুরুবার মোর নভো সতন্তর ॥ মো যবে জাণে তোর হেন দুষ্ট মতী । তবে কেহ্নে আসিবো মো তোহ্মীর সংক্ৰতী ॥ ২ র্তে মোর বড়ায়ি মে তোর নাতিনা । এবেঁসি তোহ্মার মুখে শুণী হেন বাণী ॥ আর যাবে বোল মোরে হেন পরিহাস । আীবসি করিবেঁ। তবে তোহ্মার বিনাশ ॥ ৩ ॥ এহা গুআ পান তোহ্মে আপণেই খাহা । তাপণাক চিহ্নিউৰ্মা কাহ্নের পান যাহা ॥ এহ! বুলী বড়ায়িক চড়ে মাইল রোষে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥