পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >० ] পুথির অধিকাংশ প্রথম হাতের লেখা । ৬২ ও ৭৩২ পৃষ্ঠার উপরে পাশীর মত কি লিখিত আছে। ৭৩২ পৃষ্ঠার বাম পাশ্বে তিন পঙক্তি কাইতি অক্ষর, সম্ভবতঃ কাহারও নাম হইবে । এক রাশ পুথির সঙ্গে ‘কৃষ্ণকীর্তন’ বন-বিষ্ণুপুরের সন্নিকট র্কাকিলা নিবাসী স্ত্রীযুক্ত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের অধিকারে ছিল। মুখোপাধ্যায় মহাশয়েরা আপনাদিগকে প্রভুপাদ শ্ৰীনিবাস অ{চার্য্যের দৌহিত্র-বংশ বলিয়। পরিচয় দেন। পুথির সহিত প্রাপ্ত এক খণ্ড কাগজের লেখা দেখিয়া অনুমান হইয়াছিল, শ্ৰীকৃষ্ণলীলাত্মক কীৰ্ত্তনের এই অপুৰ্ব্ব গ্রন্থ ২৫০ বর্ষ পূৰ্ব্বে বিষ্ণুপুররাজের পুথিশালায় সযত্নে বক্ষিত হইত। পুথির আদ্যন্ত-বিহীন খণ্ডিতাংশে কবির পরিচয়, রচনাকাল, লিপিকাল প্রভৃতি কিছুই পাওয়া যায় নাই ; এমন কি, পুথির নামটি পর্য্যন্ত না । দীর্ঘকাল যাবৎ চণ্ডীদাস-বিরচিত কৃষ্ণকীর্তনের অস্তিত্ব মাত্ৰ শুনিয়া আসিতেছিলাম। এত দিনে তাছার সমাধান হইয় গেল । আমাদের ধারণ, আলোচ) পুথিষ্ট ‘কৃষ্ণকীর্তন’ এবং সেই হেতু উচার অনুরূপ নাম নির্দেশ করা শুইল । কবি কবির সম্বন্ধে কোন নুতন সংবাদ দিতে পারিব, এরূপ ভরসা আমাদের মোটেই নাই । একেবারে নীরব থাকাও অশোভন, অগত্য দু’কথা বলিতে হইল । পুজি অল্প কৃএকটি প্রাচীন পদ। তবে সেগুলিকে যদি কেহ অবিশ্বাস করেন, আমরা নাচার । চৈতন্যদেব বিদ্যাপতি, চণ্ডীদাস, জযদেব প্রভৃতি কবিগণের রচিত পদ গুনিয়া প্রেমে পুলকিত হইতেন। জয়ানন্দ তাহার চৈতন্যমঙ্গল গ্রন্থের প্রারম্ভে চণ্ডীদাসের নাম করিয়াছেন । ১ চৈতন্তচরিতামৃতে,— চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত লীগীত-গোবিন্দ । স্বরূপ রামানন্দ সনে মঙ্গপ্রতু রাত্রি দিনে গায় শুলে পঞ্চম জানন্দ } --भू५)", २थ्र १द्भिग्छ्रतः।