পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাম্বুলখণ্ড N) চিরকাল দধি দুধ ঘরে নঠ হএ । এবে মথুরার হাট জাইতে জুআএ ॥ ১ । বোল রাধিকারে সহি বড়ই যতনে। যেহ্ন জাএ রাধা কালি বড়ই বিহাণে ॥ ধ্রু ॥ আপণে ভাবিত দেখ গার করা মণে । বিণ বিকাএ হএ গোআলের ধনে ॥ আহোনিশি আগে সহি তোর ভাল চাই । ভেঁসি সংহত করি নিতে চাষ্টে রাহা ॥ ২ ॥ আঙ্গে আপুণী জাইব সংহতি তাহারে। কেহে তবে কিছু বোল বুলির্তে ন পারে। গোতালের বহু বি লইতা জাইব আহ্মে । তার মাঝে রাধাহো পাঠান্স দেহ তোহ্মে ॥ ৩ ॥ হেন মতে আইহন মাএর আনুমতী । বড়ায়ি লক্টত দিল রাধিকাক প্রতী ॥ তবে ভৈল হাট জাইতে রাধিকার মত । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গর্তী ॥ ৪ ॥ আহেররাগঃ ॥ একতালী ৷ ঘৃত দধি দুধ ঘোলে সাজিত পসার। নেত বসন দিওঁ উপরে তাহার ॥ আনুমতী লর্তা রাধা সাশুড়ীর থানে । লাস বেশ করে রাধা বড়ই বিহাণে ॥ ১ ॥ মথুরা চলিলী রাধা বড়ায়ির সঙ্গে । সব সখিজন লর্তা আতি বড় রঙ্গে ॥ল ॥ ধ্রু ॥ কমলবদনী রাধ হরিণনয়নী । আনত কপাল তার আধ শশি জিণী ॥