পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o শ্ৰীকৃষ্ণকীর্তন এ রূপ যৌবন কত নেহালসি হাথের শিরি আঙ্গুঠী ॥ এ রূপ যৌবন সব থীর নহে মনে ভাব গোআলী । রক্তি উপভোগে সফল কর পরিতোষ বনমালী ॥ ২ ॥ তোহ্মে পহুমিনী আহ্মে পদ্মনাভ এহা গুন মনে মনে । বএসে জ্যেষ্ঠ কুলেছে শ্রেষ্ঠ কিকে পরিহর কাহ্নে ॥ আহ্মা পরিহরিলে ভাল না পাইবে পাছেত পাইবে দুখে । এ রূপ যৌবন পাছানা জাইবে তুলি চাহ মোর মুখে ॥ ৩ ॥ তোর পাতা দেখি রাতা উতপল লাজে লুকাইল জলে । তোহ্মার গমন দেখি রাজহংস গতি করিল সলিলে ॥ দেবাস্থর নর ঈশর কাহ্নের না ভাগে আশে । বাসলী চরণ শিরে বন্দির্তা গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ কৃষ্ণস্ত বচনং শ্রুত্ব রাধিকাধিমতী সতী । বেপমানতমুস্তন্বী জগাদ জরতামিদং ॥