পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 শ্ৰীকৃষ্ণকীর্তন না বোল না বোল কাহাঞি হেন পাপ বাণী । তোহ্মা ভালে জাণে আহ্মে আইহনের রাণী ॥ ১০ ॥ বারহ বরিষেকের দিৰ্তা যাহা দাণে । গাইল বড় চণ্ডীদাস বাসলী গণে ॥ ১১ ॥ পাহাড়ীআরাগঃ ॥ কেহ্নে দান না দিবে তেঁ৷ কেহে জাইবেঁ হাটে । কেহ্নে নাগরি রাধা ছী উী দিবো বাটে ॥ সব কুতঘাটে রাধা মোর মাহাদান । হএ নহে দেখ রাধা পাঞ্জী পরমান ॥ ১ ॥ বারহ বরিষের দান দিবেহে গোআলী । তোর রূপ যৌবনে মোহিল বনমালী ॥ ধ্রু ॥ স্বগ গে রাখে। মর্ত্যে রার্থে তলে পাওঁ স্বধী । তাহাত টেটনী রাধা কি করিবি বুধ ॥ এ তীন ভুবনে রাধা মোর মাহাদাণে । তাক ভাগি জtএ রাধা কাহার পরাণে ॥ ২ ॥ , যশোদার পোআ আহ্মে হাথে ধরী বঁাশী । তোহ্মাক দেখিল রাধা আধিক রুপসী ॥ তে কারণে রাধা মোর তোতে গেল মন । ছাড়ি দিলে দান ধর আহ্মার বচন ॥ ৩ । এভো যবে না ধরিবে আহ্মার বচন । বলে ধরি তোকে তবে দিবে। আলিঙ্গন ॥ এহা বুঝি দেহ রাধা সরস বচন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥