পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দণনখও রামগিরীরাগঃ ॥ আঠতাল ॥ LK> এহে । সকল বএসে মোর এগার বরিষে । বারহ বরিষের দান চাহ মোরে কিসে ॥ এতের্কে বুঝিল তোর কাজের ভাষ । লোক সুণিলে তোকে হৈব উপহাস ॥ ১ ॥ পন্থ ছাড়ি দেহ কাহাঞি বিরোধ না কর । তোর পুণ্যে জাও বিকে মথুরা নগর ॥ ধ্রু ॥ নাগর শেখর তোহ্মে নামে বনমালা। তোর যোগ নহো মোএ আতিশয় বালী ॥ আধিক পীড়এ যবে ভুখিল ভষলে : তভো নাহি পাএ মধু কমল মুকুলে ॥ ২ ॥ বড়ার বহুআরী আহ্মে বড়ার বী। মোর রুপ যৌবনে তোহ্মাতে কী ॥ দেখিল পাকিল বেল গাছের উপরে । - আরতিল কাক তাক ভখির্তে না পারে ॥৩ ॥ রতি কথা সখি মুখে না শুণীলে কানে । বারেক রাখহ কাহাঞি আহ্মার সমানে ॥ চরণে ধরে তোর দেব নারায়ণ । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ গুজ্জরীরাগঃ ॥ যতিঃ ॥ দেখি মোর মজি গেল মনে ॥ এবে তোকে দেখিএ রুপসে । র্তেএ মোর বাঢ়িল আশে ॥ ১ ॥