এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8ぐ。 শ্ৰীকৃষ্ণকীর্তন দেহ মোরে সরস বচনে । আমির্তা পিউক মোর কানে ॥ ধ্রু ॥ চাহ মোরে মুখ শশি তুলী। তোহ্মে রাধা আহ্মে বনমালী ॥ তোর মোর ভৈল পরিচএ । এবে পরিহর তোহ্মে ভএ ॥ ২ ॥ তোতে মোর হএ যত দানে । তাক দিতে নাহি তোর ধনে। এহ আপণে গুণী মনে । কর মোর সফল বচনে ॥ " ॥ এ তোর প্রথম বএসে । তোর দেহে বসে বড় রসে ॥ দাণা ভৈলো তাহার আশে। গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ কৃষ্ণস্ত বচনং শ্ৰুত্ব রাধিকাধিমতা সতী । বেপমানত মুস্তম্বী জগাদ জরতামিদং ॥ ধামুষীরাগঃ ॥ একতালী ॥ আল বড়ায়ি । চাপা কুঢ়ী দেখিতে রুপসে । তাত নাহি গন্ধের পরসে ॥ ল ৷ বিকাসিলে মোহে মুনি মণে । হেন সব নারীর যৌবনে ॥ ১ ॥