পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8し* শ্ৰীকৃষ্ণকীর্তন কুরঙ্গ নয়ন জিণী তোহ্মার নয়নে । আধর বন্ধুলী গণ্ড মধুক সমানে ॥ মাণিক জিণির্জা তোর দশনের পাতী । কনয়া নিকষ তোর দেহের র্কাতী ॥ ২ ॥ তাল ফল জিণির্জা তোহ্মার পয়োভার । মাঝ দেশ দেখি সিংহ মাঝার আকার ॥ . লোভে নাভী তলে বসে তীন রূপ বলী । উরু শোভে বিপরীত রাম কদলী ॥ ৩ ॥ থল কমল জিণী তোহ্মার চরণে । রাজহংস জিণী তোহ্মার গমনে ॥ ভোলে পড়ি গেল তাত নান্দের নন্দন । গাইল বড় চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ মালবরাগঃ ॥ রূপকং ॥ লগনী ॥ তোর রূপ দেখি মোর চিত নহে থীর । প্রাণ যেহ ফুটি জাএ বুক মেলে চীর ॥ ১ ॥ যার প্রাণ ফুটে বুকে ধরির্তে না পারে । গলাত পাথর বান্ধী দহে পসী মরে ॥ ২ ॥ তোহ্মে গাঙ্গ বারানসী সরুপেসি জাণ । তোহ্মে মোর সব তীথ তোহ্মে পুণ্য স্থান ॥ ৩ ॥ এ বোল বুলির্তে কাহ্ন না বাসসি লাজ । তোহ্মার মাউলানী আহ্মে শুণ দেব রাজ ॥ ৪ ॥ হইএ আহ্মে দেব রাজ তোহ্মে মোর রাণী । মিছাই সম্বন্ধ পাত ভাগিনা মাউলানী ॥ ৫ ॥ এ বোল বুলিতে তোর মণে বড় স্থখ । পর ঘর পইসে যেহ্নে চোর পাটাবুক ॥ ৬ ॥