পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন ভাগিনী সদৃশ গুরু নাহিক শয়াণে । কিকে কাহাঞি বল করে এ কুঞ্জ ময়াণে । ভাগিনাকে দেখি বড়ায়ি দেবতা সদৃশে। মোর কৰ্ম্ম দোষে কাহাঞি হেন পড়িহাসে ৷৷ ২ ৷৷ দানের আন্তরে কাহাঞি বুলুক বচন । দান লৈর্তে নাহি মণ কিসকে যতন । ধামালী সহিত কাহাঞি বোলে তিখ বাণী । হেন মতে বিগুতিলে সোদর মাউলানী ৷৷ ৩ ৷৷ দেহে বৈরি হৈল মোকে এ রূপ যেখন । কাহ্ন লজ্জা হরিল দেখির্তা মোর তন । রতি লাগি বল করে নান্দের নন্দন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ৷৷ ৪ ৷৷ রাধায় বচনং শ্ৰুত্ব জরত্যা প্রতিপাদি তং । জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥ পাহাড়াআরাগঃ । ক্রীড়া । বারে বারে রাধা বোলসি অক্ষেত তোর মাউলানী । আহ্মার বৈরি ংস রাঅ তোক মারিব সম্বন্ধ শুণী । আপণাক রাখি যে কাজ করে তাক বুলিএ সিআনী। এহা জাণী না পরিহর রাধা আহ্মে দেব চক্রপাণী ॥ ১ ॥