পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سb *6 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন এহাক জাণীঙ্গ রাধা পুর মোর আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ ধানুষীরাগঃ ॥ রূপকং ॥ প্রথম যৌবন মোর মূদিত ভাণ্ডার । হৃদয়ে কাঞ্চল গজ মুকুতার হার ॥ এহা আভরণ কাহ্ন িএই সব মোর নে । বেরি এক কাহাঞি" মোক ঘর জাইর্তে দে ॥ ১ ॥ না জাণে স্বরতি কাহাঞি না ধারো মো দাম । মিছাই কাহাঞি মোর লক্টভে পরীণ ॥ ধ্রু । এগার বরিষে কাহাঞি বার নাহি পুরে । আহ্মা দুখ দিতে কাহাঞি কেহ্নে হেন ফুরে । এক বার ছাড়া দুই বার নাহি মরা । রাজা কংসাসুরে মোএ করিবেঁ। গোহারী ৷ ২ ৷৷ শঙ্খ চক্র গদা তার শারঙ্গ এড়ির্তা । দীন সাধ কেহে কাহাঞি পথত বসির্তা ৷ বারেক এড়ির্তা দেহ জী ও মোএ ঘর । গাইল বড়, চণ্ডীদাস বসিলা বর ৷ ৩ ৷৷ ধামৃষীরাগঃ ॥ একতালী ॥ মুখ তোর আল রাধা বিকচ কমলে । নয়ন তোর নীল উতপলে ॥ মাণিক জিণিতা তোর দশনের তৃতী । সিন্দূরে লোটাইল যেহ গজমুতী ॥ ১ ॥ সুন্দরি রাধা ল তোহ্মাতে মণ গেল । হের প্রাণ ধরণ না জীএ ॥ ধ্রু ॥