পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন তিল এক মোর মনে নাহি রতি রঙ্গ । আহ্মা ছাড়ী আল নারী কর তোঙ্গে সঙ্গ ॥ ৩ ॥ এত বড় কেহে কাহাঞি দেহ মোরে দুখ । মুখ তুলা না দেখে। তার তোর মুখ । এভো পরিহর কাহাঞি আহ্মার আশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ পাহাড়ী আরাগঃ ৷ রূপকং ॥ ঘৃত দধি ছধে 變 পসার সাজিউর্ম মথুরাক যাসি বিকে । _. সহজে রুপসী নব যুবতী লাস বেশ তোর কিকে ॥ হেন রুপ দেখি চখু আড় করে পশুতা তোর গোতাল । আছে নর লোক দেব লোক তোষে মুনি মন হএ ভোলা ৷ ১ ৷ রাধা মুখ তুলী চাহ রঙ্গে । , নাগর কাহাঞি পথে বিরোধে কি করিব তোর খঙ্গে ॥ ধ্রু ॥ কপোল যুগলে শোভএ তোর বিচিত্র মণি কুণ্ডলে । সংপুঞ্জ চান্দের দুঈ পাশে যেহ উইল সুরুজ মণ্ডলে ॥ স্বনির্তী সরস তামিতা আধিক তোর মধুর বচনে । নান্দের নন্দন - ভোলে পড়িলা বাহু ভিড়ি দেহ আলিঙ্গনে ॥ ২ ॥