পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানখণ্ড ৬৩ মুখ কমল আতি শোভা করে। বন্ধুলী জিণিষ্ঠ আধর তোরে ॥ ৪ : মাণিক জিণির্জা দশন তোরে । তা দেখি দাড়িম ফল বিদরে ॥ ৫ ॥ কন্তু সম তোর শোভএ গলে । কুচযুগ রাধা যোড় শ্ৰীফলে ॥ ৬ ॥ বান্ত মৃণাল কর উতপলে । আঙ্গুলী চম্পক কলিকা জালে ॥ ৭ ॥ সিংহ মধ্য সম মধ্যে শোভে ত্ৰিৰলী উরুযুগ শোভে রামকদলী ॥ ৮ ॥ রাত উতপল তোর দুঈ চরণে। রাজহংস জিণী তোর গমনে ॥ ৯ ॥ হেম রূপ তোহ্মার যৌবনে । নিফল করহ কমণ কারণে ॥ ১০ ॥ সরস হাসিতী বোল বচন । গাইল চণ্ডীদাস বাসলী গণ ॥ ১১ ॥ নিপীয় কৃষ্ণবচনং রাধিকাধিমতী সতী । বেপমানতন্ত্রস্তম্বী জগাদ জরতীমিদং ॥ গুজ্জরীরাগঃ ॥ যতিঃ ॥ সব গোপ যার মান ধরে । সে কেহ্নে পরার নারী হরে ॥ নিজ পতি আছে মোর ঘরে । তার হাথে কাহাঞি পাছে মরে